বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) ও সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চের উদ্যোগে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার বিকাল ৩ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয় । সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের তত্ত্বাবধায়ক ও সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান।
সেমিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফয়জার রহমান, ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শহীদুর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র পরিচালক ড. মুহাম্মদ আব্দুল গোফফার খান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগের প্রধান প্রফেসর ড. কাজী খায়রুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. হাবিবুল্লাহ, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. ইলিয়াস হোসেন, জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর শাতিল সিরাজ, ফার্মেসী বিভাগের প্রধান মোনালিসা মনোয়ার, রেজিস্ট্রার সুরঞ্জিত মন্ডলসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।