নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের BSTI (Bangladesh Standards & Testing Institute) পরিদর্শন

নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের BSTI (Bangladesh Standards & Testing Institute) পরিদর্শন
১৪ জানুয়ারি ২০২৬, NFE বিভাগের প্রথম ব্যাচ (৪র্থ সেমিস্টার) তাদের একাডেমিক ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের অংশ হিসেবে BSTI (Bangladesh Standards & Testing Institute), নওদাপাড়া, রাজশাহী পরিদর্শন করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন পরীক্ষাগার ঘুরে পণ্য ও সেবার মান নির্ধারণ, মান নিয়ন্ত্রণ, স্ট্যান্ডার্ডাইজেশন ও পরীক্ষণ কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।
 
এই ভিজিটের মাধ্যমে তারা তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার সুযোগ পান এবং কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স (QA) ও স্ট্যান্ডার্ডাইজেশন সম্পর্কে তাদের বোঝাপড়া আরও সুদৃঢ় হয়।
 
উক্ত পরিদর্শনে BSTI রাজশাহীর সম্মানিত পরিচালক জহুরা সিকদার, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর ড. সুলতানা রাজিয়া ম্যাম এবং বিভাগের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন, যা কর্মসূচিটিকে আরও ফলপ্রসূ ও অর্থবহ করে তোলে।
BSTI-এর কর্মকর্তাদের দিকনির্দেশনা ও বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত দৃষ্টিভঙ্গি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই শিক্ষামূলক সফরটি তাত্ত্বিক শিক্ষাকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করার একটি কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।
 
BSTI, রাজশাহী-এর সকল কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতা ও আতিথেয়তার জন্য NFE বিভাগ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।